বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd) বিশ্বের অন্যতম বৃহৎ সরকারি ওয়েবপোর্টাল যা ২৫,০০০ ওয়েবসাইট ও ৪২,০০০ সরকারি দপ্তরকে সংযুক্ত করেছে। জাতীয় তথ্য বাতায়ন নাগরিকগণের নিকট সরকারি দপ্তর হতে স্বল্প সময়ে হয়রানি ব্যতীত তথ্য ও সেবা পাওয়ার সুবিধাজনক মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। জন্ম-মৃত্যু নিবন্ধন, ইউটিলিটি বিল প্রদান, পাসপোর্টের জন্য আবেদন, কর প্রদান, সরকারি ফরম ডাউনলোড এর মতো প্রায় ১৫০টির ও অধিক ই-সেবা এই তথ্য বাতায়নে সন্নিবেশিত রয়েছে। জাতীয় তথ্য বাতায়নে ২০ লক্ষের অধিক কন্টেন্ট, ৪৫ হাজারের অধিক ঐতিহাসিক নিদর্শন ও পুরাকীর্তির ছবি এবং ৭ লক্ষ সরকারি কর্মকর্তা - কর্মচারীর তথ্য সমৃদ্ধ ই-ডিরেক্টরি যুক্ত করা হয়েছে।
ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (WSIS) পুরস্কার তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে উদ্যোগ ও বাস্তবায়নের বড় ধরণের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ও বিশ্বব্যাপী সৃজনশীল উদ্ভাবনী উদ্যোগের বিকাশে ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি কাজ করে যাচ্ছে। এ বছর জাতীয় তথ্য বাতায়নের পাশাপাশি এটুআই প্রকল্পের আরো একটি উদ্যোগ “শিক্ষক বাতায়ন” ৪র্থ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল। উল্লেখ্য, এটুআই প্রকল্প কর্তৃক জনগণের দোরগোড়ায় সেবা প্রদানের লক্ষ্যে স্থাপিত “ডিজিটাল সেন্টার” WSIS পুরস্কার ২০১৪ অর্জন করেছিল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস