সভাপতিঃ জনাব মজাহারুল আলম পান্না
চেয়ারম্যান
০৭ নং হিরন ইউনিয়ন পরিষদ
সভার তারিখ ও সময়ঃ ২৮-০৫-২০২৩ ইং সকাল ১০ ঘটিকা
সভায় উপস্থিত সতস্যদের স্বাক্ষরঃ পরিশিষ্ট ক
অদ্যকার সভায় এই পরিষদের চেয়ারম্যান মাজাহারুলআলম পান্না সভাপতিরআসন গ্রহন করে সভার কাজ শুরু করে। অ তপঃর সভার কার্যবিবরনী পঠিত ও কোন সংশোধনীয় নাথাকায় সর্বসম্মতি ক্রমে গ্রহীত হয়।
আলোচ্য বিষয়ঃ ১। ২০২৩- ২০২৪ অর্থ বছরের বাজেট অনমোদন প্রসংঙ্গে।
চেয়ারম্যান সাহেব এই সভায় বলেন যে, বিগত খসড়া বাজেটের উপর বিস্তারিত আলাপ আলোচনা করা হয়েছে। জনাব রইচ মাহামুদ সদস্য সাহেব বলেন যে, ৮.৫০,০০০/= টাকা ট্যাক্স ধার্য করা হলে সরকার কতৃক ধার্য কৃত ব্যয়ভার বহন করা সম্ভবপর হবে। তাই ৮.৫০,০০০/= টাকা ট্যাক্স ধার্য করা হউক।উক্ত প্রস্তাব জনাব জাকির হোসেন দাড়িয়া সদস্য সাহেব সমর্থন করেন সভায় উপস্থিত সদস্যগন ও একমত পোষন করেন এবং ৮.৫০,০০০/= টাকা ট্যাক্স ধার্য করিয়া সর্বমোট ১,৭৩,৫১,৭৪৮/= টাকার বাজেট প্রস্তুত করে এই সভায় উপস্থাপন পূর্বক সর্বসম্মত্তি ক্রমে অনুমোদন করা হয়। আত্র বাজেটে উর্দ্ধতন কর্তৃপক্ষের সদয় অনুমোদনেনর নিমিত্তে প্রেরণ করার জন্য সভায় উপস্থিত সদস্যগন চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেন।
আর কোন আলোচ্য বিষয় নাথাকায় চেয়ারম্যান সাহেব সভায় উপস্থিত সদস্যবৃন্দদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
অনুলিপি সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে প্রেরণ করা হলোঃ
০১। জেলা প্রশাসক, গোপালগঞ্জ।
০২। উপজেলা নির্বাহী অফিসার, কোটালীপাড়া।
০৩। অফিস কপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস